“কবিতা ও ববিতা” বইটা সম্পর্কে ইমরুল হাসান বলেনঃ
“মানে, আমি তো চাইছি বা আমার এইরকম পজিশন আছে কবিতাগুলাতে যে, যারা কবিতা পড়েন না, ‘কবিতা বুঝি না’ যারা আছেন, উনারাও এই কবিতাগুলা পড়তে পারেন! সাহিত্য-সমাজের সার্টিফিকেট সংগ্রহ করা এই কবিতাগুলার উদ্দেশ্য না আর কি! হাছন রাজা কইছিলেন, “অপ্রেমিকে আমার গান শুনবে না”। মানে, উনার গীতি-কবিতা শুনতে হইলে দিওয়ানা হইতে হবে, এই দাবি আছে উনার। এবং দেখবেন একটু দিওয়ানা না হয়া হাছন রাজার গানরে আপনে ধরতে পারবেন না অইরকম।… তো, আমার কথাও অনেকটা এইরকম যে, “অ-কবিরা আমার কবিতা পড়বে না”। যারা ‘বিশুদ্ধ’ ‘পবিত্র’ ও ‘সিরিয়াস’ জিনিসগুলারে একটা “কবি” ধারণার ভিতরে ঠাইসা ঢুকাইতে চান, উনারা আমার কবিতারে নিতে পারবেন না আসলে। আমার কবিতা পড়তে হইলে আপনারে ‘কবি’ হয়া কবিতাগুলা পড়তে হবে। মানে, আপনার ভিতরে যে কবি আছেন, তারে একটু ছাইড়া দিতে হবে।… “