ফ্ল্যাপে লিখা কথা
তুমি ভাবছো, বাবা তোমার জন্য নিশ্চয়ই কিছু একটা নিয়ে আসবে। তোমার বাবা যখন বাড়ি ফিরলো তুমি বললে, আমার জন্য কী এনেছো? বাবা তখন তোমার হাতে ধরিয়ে দিল একটা প্রজাপতি। প্রজাপতিটির ডানার রঙ বর্ণে বর্ণে মিশ্রিত। তারপর তুমি বাগানে নিয়ে প্রজাপতিটি ছেড়ে দিলে। আশ্চর্য কান্ড কী জানো! সেই প্রজপতিটা তোমার আদর পেয়ে আরো অসংখ্য প্রজাপতি ডেকে নিয়ে এলো। আর তুমি তোমার বাবাকে বললে, দেখলে তোমার প্রজাপতিটার কান্ড। বাবা বললো, শোনো, এটা শুধু প্রজাপতি নয়, এটা আর্শীবাদ। বাবা-মায়ের আর্শীবাদ এভাবে অসংখ্য আর্শীবাদকে ডেকে নিয়ে আসে। তুমি শুনলে তো গল্পটা। আমাদের বাবা হচ্ছেন সেই বাবা, সন্তানের জন্য তিনি সমস্ত জীবনই এক ছায়াবৃক্ষ।
সূচিপত্র
আমার বাবা
আব্বার বাড়ানো হাত
বাবার লিচু গাছটা
আমার বাবা
রাতুলের বাবা
আমার বাবা
আমার তো বাবা নেই
বাবা
বাবার কাছে যাওয়া
কাচের চশমা
ছায়া
ভাত