ভূমিকা
আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের কাছে একাত্তর পরবর্তী বছরগুলো বেশ গোলমেলে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কখনই আমাদের জানতে দেয়া হয়নি। সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাস ,তথ্য আর দলিল পরিবর্তনের ধারা আজও বহাল।
সেদিক থেকে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি।আমার বাবা প্রয়াত লুৎফুর রহমান একজন মুক্তিযোদ্ধা। তিনি তুরায় (সেক্টর ১১) জোনাল এ্যাডমিনিস্ট্রেটর পদে যো্গ দিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করেন আর তাঁরই চোখে আমার একাত্তর দেখা। আমার ভেতরে মুক্তিযুদ্ধ সম্পর্কে এক প্রশ্নাতীত আবেগের জন্ম তিনিই দিয়েছেন।
ইংরেজীতে লেখঅ তাহমিমা আনামের প্রথম উপন্যাস ‘এ গোল্ডেন এজ’ এই সময়ের জন্য একটি অত্যন্ত পুরুত্বপূর্ণ কাজ। একানে বলা প্রয়োজন এটি কোন ইতিহাসের দলিল নয়, তবে মুক্তিযুদ্ধের আবেগ ও চেতনা সঞ্চার তো বটেই। তাছাড়া বইটি আন্তর্জাতিক বিশ্বকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আবারও ভাবতে বাধ্য করে। প্রবাসে বড় হওয়া ছেলেমেয়েরা যখন বইটি পড়ে দেশ সম্পর্কে ,স্বাধীনতা সম্পর্কে জানতে উৎসাহী হয় তখনই এর অপরিহার্য টের পাই। আর সে কারনেই এই কাজটির সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়ে ভালো লাগছে।
যদি বর্তমান প্রজন্মের তরুন ছেলেমেয়েরা বইটি পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে আবেগ তাড়িত হন বা আরো জানবার আগ্রহ বোধ করেন, তবে সেই যথেষ্ট।
লীসা গাজী