“বাঙ্গালার ইতিহাস (১ম খণ্ড)” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাঙ্গালার ইতিহাস এই কয়দিনে একরূপ পড়িয়াছি, আমার এ অবস্থায় নূতন বই পড়ার যেরূপ প্রথা দাঁড়াইয়াছে তার চেয়ে ভালই পড়িয়াছি। প্রথম ভাগ পূৰ্ব্বে পড়িয়াছিলাম, দ্বিতীয় ভাগ পড়িয়া সেইরূপ আনন্দ পাইলাম। কেবল আনন্দ কেন, অনেক নূতন কথা শিখিলাম। বাঙ্গালার ইতিহাসের পাঠান আমলের কথা সে কালের স্টুয়ার্ট ও লেথব্রিজের বহি হইতে যৎকিঞ্চিৎ জানিতাম। এ দিকে নূতন কি বাহির হইয়াছে তাহার কোনও খবর রাখি নাই। এই বহি হইতে সে সকল কথা জানিয়া শিখিলাম, এ জন্য তােমাকে গুরু বলিয়া কৃতজ্ঞতা স্বীকার করিতে গেলে যদি তােমার অকল্যাণ বােধ কর, তাহাতে ক্ষান্ত থাকিলাম…বাঙ্গালার ইতিহাস তােমার পাণ্ডিত্যের ও প্রতিভার উপযােগী হইয়াছে। বাঙ্গালা সাহিত্যও তােমার নিকট ঋণী হইল, কেন না এখন হইতে বাঙ্গালার ইতিহাস জানিতে হইলে বিদেশী পণ্ডিতদেরও এই বাঙ্গালা বহি আশ্রয় করিতে হইবে।
– রামেন্দ্রসুন্দর ত্রিবেদী