“দ্য জাংগল বুক” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
সদ্য হাঁটতে শেখা এক মানবশিশুকে কুড়িয়ে পেল এক। নেকড়ে পরিবার। মােগলি নামের এই ছেলেটি বড়। হয়ে উঠতে লাগল জঙ্গলের আর সব পশুদের মতােই। বন্ধু হিসেবে সে পাশে পেল ভালুক বালু আর কালাে। চিতা বাঘেরাকে। জঙ্গলে তাে শত্রুরও অভাব নেই।। আছে ধূর্ত বানরের দল আর হিংস্র বাঘ শের খান। কিন্তু মােগলির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াল তার। নিজের প্রজাতি-মানুষ! কী করবে এখন সে?