আরবি কবিতার ইতিহাস হাজার বছরের। এত দীর্ঘ সময় ধরে আরবি কবিতা তার নানা রূপ, রঙ রস আর গন্ধ দিয়ে ক্রমশই নিজেকে সুন্দরী থেকে আরো সুন্দরী করে পাঠকের মনোরঞ্জন করে চলেছে। আরবি কবিতার জনপ্রিয়তার ধারা পনের শ বছর আগে যে আরব বেদুইন ভবঘুরে কবি ইমরুল কায়েস দিয়ে শুরু হয়েছিল সেই জনপ্রিয়তার ধারা আজও খালিল জিবরান, মিখাইল নুআইমা, আদোনিস, নিযার কাব্বানিদের দিয়ে আরো বেগবান হয়ে সামনে এগুচ্ছে। হাজার বছরের আরবি কবিতায় এসেছে বিষয় বৈচিত্রে নতুনত্ব, ছন্দের ঢংয়ে নতুন দোলানি, শব্দের ঝংকারে মরুভূমির রহস্যময় সুর। আরবি কবিতার হাজার বছরের বিচিত্র গতিধারার পুরোটাই এই মলাটে ধরার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সময়ের আরবি কবিতায় বিভাবে বিষয়, স্বাদ ও আঙ্গিকের পরিবর্তন হয়েছে তার একটি পারিস্কার ধারণা পাওয়া যাবে এই সংকলনে।