মানুষ : মানুষ আর প্রকৃতি বিষয়ক পত্রিকা- সন্ত্রাস-মিডিয়া-যুদ্ধ সংখ্যা
সম্পাদনা : সেলিম রেজা নিউটন
আরব গেরিলাদের আক্রমণের লক্ষ্য মূলত পশ্চিমের ভোগবাদী সভ্যতার আরামআয়েশ, অবকাশ আর মুনাফার জায়গাগুলোতেই আরাম আর মুনাফার পেছনে রয়েছে গোত্রে গোত্রে দাঙ্গায় সিয়েরা লিয়নের জঙ্গলে জমে ওঠা একহাঁটু রক্ত, অনাহারে বিনাচিকিৎসায় মরা ইরাকের পাঁচ লাখ শিশু, নিহত ছেলের শিয়রে কালাশনিকভ হাতে-ধরা ফিলিস্তিনি মা। এই আরামে ব্যাঘাত ঘটানোই তো একটা পবিত্র দায়িত্ব, আর তা কমবেশি পালন করে চলেছেন আরব গেরিলারা। আর সব বাতাসের মতো এই বাতাসও বাংলাদেশে লাগে। সেলুনে ঝোলে লাদেনের ছবিঅলা ক্যালেন্ডার। সাইকেলের তালার চাবির রিং-এ ঝোলে লাদেন। মসজিদ থেকে বেরিয়ে একজাতীয় মোল্লা úোগান হাঁকে ‘বাংলা হবে আফগান, আমরা হব তালেবান’। বাতাসের ঝাপটায় আরও একটা যে-জিনিস বরাবরের মতো এবারও দৃষ্টিগোচর হয় সেটা হলো আমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধি। এদের একদল মুখে এমন ‘শান্তি-কল্যাণ’- মার্কা টেপ মেরে রাখে যা দেখেই সন্দেহ হয়; আরেক দল এত উচ্ছ্ব¡াসে দামামা বাজায় যে অবিশ্বাস না-করে উপায় থাকে না। এমন অবস্থায় বাংলাদেশের মতো সর্বার্থে গরীব দেশের ততোধিক গরীব মানুষদের একটা পক্ষ নিতেই হয়।
যাদের লেখা আছে এই বইতে: নোম চমস্কি; অরুন্ধতী রায়; এডোয়ার্ড সাঈদ; মাইকেল প্যারেন্টি; এডোয়ার্ড এস হারম্যান; বন্দনা শিবা; রবার্ট ফিস্ক; বারবারা এরেনরিখ; এন্ড্রু মার; জে টি হ্যারিস; মার্ক স্টিল; ক্যাথরিন ফিনার; মাইকেল ম্যান্ডেল; জন পিলজার; অ্যান ট্যালবট; তারিক আলী; সোনালী কোলহাৎকর; ন্যান্সি হর্ন; ওসামা বিন লাদেন; ঐড়ধিৎফ তরহহ; অষনবৎঃ ধহফ ঝযধষড়স; ঐবৎসধহ ধহফ চবঃবৎংড়হ উধাফর গপজবুহড়ষফং মোহসেন মাখমালবফ; জামালুদ্দিন রুমি; শাবগির পুল্লাইদয়ান; কাহার অলি; বাহার সায়ীদ; লায়লা সাবাহাত; ড. আমিন আজিমী; জেবা শারিল শামলি; মুসা; ফরহাদ মজহার; সলিমুল্লাহ খান; বদরে মুনীর; সুস্মিতা চক্রবর্তী; রেহনুমা আহমেদ; মুহামআবিবুর রহমান; ফাহমিদুল হক; রিফাত ফাতিমা; আ-আল মামুন; মাহমুদুল হাসান সুমন; নাজনীন আখতার; মঈনুস সুলতান; আসিফ নজরুল; হাফিজুর রশীদ; রিপন মাহমুদ; উদিসা ইসলাম; অসীম কুমার দাস; আফাজউদ্দিন বিপ্লব; আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ; আমিনুর রহমান; গাউস রহমান পিয়াস; গুঞ্জন চৌধুরী; ফরিদা আখতার; বখতিয়ার আহমেদ; মানস চৌধুরী; মাহমুদুর হাসান সুমন; সায়দিয়া গুলরুখ; সুমন কায়সার; নাসিমা সেলিম অলীক; সেলিম রেজা নিউটন; মলয় কর্মকার; নুরুল ইসলাম; আ ন ম ওয়াহিদ; জুয়েল মাজহার; শিবব্রত বর্মন।