“অন্তরঙ্গ আলাপ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
বর্ণাঢ্য শিক্ষক, ষাটের দশকের সাহিত্য-আন্দোলনের পুরোধা, বিনোদন জগতের দর্শকনন্দিত উপস্থাপক- এমন বিচিত্র আর বহুমুখী পরিচয় তাঁর। তার একটা বাণী- তিনি সফলতা আর সার্থকতা নিয়ে বলেছেন, সফলতা হল একটা স্বার্থপরতা আবেগ যা শুধু নিজের জন্য ভাবায়। মৃত্যুর সাথে সাথে সফল মানুষেরা হারিয়ে যায়। কিন্তু সার্থক মানুষেরা মানুষের মাঝেই আজীবন বেচে থাকে। এই বইতে এমনই সব অসাধারণ কথা রয়েছে। সাংবাদিক অরুন চৌধুরি আর আবদুল্লাহ আবু সায়ীদ সারের মধ্যেকার নানা প্রশ্ন এবং তার কাব্যিক উত্তরসহ সমাজের নানা বিষয় নিয়ে আলোচনা লিপিবদ্ধ হয়েছে এই বইতে।
“অন্তরঙ্গ আলাপ” বইয়ের ফ্ল্যাপের লেখা কথা:
‘অন্তরঙ্গ আলাপ’ আবদুল্লাহ আবু সায়ীদের একটি সাক্ষাঙ্কার-গ্রন্থ। সাংবাদিক অরুণ চৌধুরীর নানা বিষয়ের ওপর করা প্রশ্নের স্বভাবসুলভ কাব্যিক উত্তর দিয়ে গেছেন আবদুল্লাহ আবু সায়ীদ। বর্ণাঢ্য শিক্ষক, ষাটের দশকের সাহিত্য-আন্দোলনের পুরােধা, বিনােদন জগতের দর্শকনন্দিত উপস্থাপক—এমনি নানা বিচিত্র আর বহুমুখী পরিচয় তার। শুধু তা-ই নয়, এক অসম্ভব সময়ে দেশের লক্ষ লক্ষ কিশােরতরুণ-যুবাদের আলাের দিকে আহ্বান করে তিনি নিয়েছেন যুগ-সংস্কারকের ভূমিকা। বস্তুবাদ, সাম্রাজ্যবাদের উত্থান ও পরিণতি, রাষ্ট্রভাবনা, মৃত্যুচিন্তা, ভালােবাসা, প্রেম, বিবাহপ্রথা এমনকি নারীর সৌন্দর্যের অহংকারের মতাে সাধারণ বিষয়গুলােও এ বইয়ের পাতায় স্থান করে নিয়েছে। খুলে দিয়েছে এক অপ্রচলিত কিন্তু প্রয়ােজনীয় দর্শন-ভাবনার নতুন জগৎ। আবদুল্লাহ আবু সায়ীদের এ সাক্ষাৎকার-গ্রন্থটি তাই হয়ে উঠেছে সূক্ষ্ম মানবীয় ও চিরায়ত অনুভূতির এক অনবদ্য দলিল—যা শুধু একজন ব্যক্তি-মানুষের একান্ত স্বপ্ন, চিন্তা আর আশাবাদের। আলাপচারিতায় পূর্ণ নয়, বরং এক উদারনৈতিক জীবনদর্শনেরই অন্য নাম।