ফ্ল্যাপে লিখা কথা
লস এ্যাঞ্জেলেস ,১৯৯১। আধুনিক বিশ্বের অন্যতম রূপকার ম্যাক্সিমিলিয়াম ওফালস তারঅবৈধ কন্যাসন্তান ইন্ডিয়ার দোরগোড়ার ভরদুপুরে ছুকিকাঘাতে নিহত হলো। তাকে ছুরিকাঘাতে হত্যা করল তারই কাশ্মীরী ড্রাইভার, এক রহস্যময় মানুষ- নিজেকে যে শালিমার দ্য ক্লাউন (সঙ শালিমার) বলে পরিচয় দিয়ে থাকে। নিহত ব্যক্তিটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিরোদ সংগ্রামের (রেজিস্ট্যান্স) একজন বীর। তার ছিল দুর্দান্ত বুদ্ধি বৃত্তিক সামর্থ্য। অত্যন্ত যৌনাবেদনময় সুপুরুষ ছিল সে । ভারেত নিযুক্ত একজন সাবেক মাকিংন রাষ্ট্রদূত এই ম্যাক্সিমিলিয়ান ওফালস পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বিভিাগের প্রধান হয়েছিল। প্রথমে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক বলেই মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা এক আবেগতাড়িত ব্যক্তিগত হত্যাকাণ্ড।
এটি ম্যাক্স. তার হত্যাকারী ও তার মেয়ে এবং চতুর্থ এক নারী চরিত্রের কাহিনী। এই চতুর্থ নারী চরিত্রটি অন্য সবার সঙ্গে যোগসূত্র রচনাকারী-যার কাহিনী অন্য সবাইকে প্রতিভাত করে। এক গভীর ভালবাসার মারাত্নক পরিণতির কাহিনী এটি, হারাবার বেদনা যেখানে ধ্বংস ডেকে আনে। এক বিশাল ব্যাপ্তি এই কাহিনী ক্যালিফোর্নিয়া থেকে ফ্রান্স, ইংল্যান্ড আর তার ওপর কাশ্মীর তো রয়েছেই । এর কেন্দ্রের রয়েছে সেই ভূস্বর্গের কাহিণী-যা গৌরবদ্বীপ্ত ফলের বাগান। ফুলে ফুলে গুঞ্জন তোলা মৌমাছি, বনানীর ছায়ানিবিড় পর্বতমালা,নিপাট কাকচক্ষু হরের হৃদে এক অনাবিল সৌন্দর্যের আকর। সেখানে রয়েছে সবুজ চোখের এক ধ্বংস হয়ে যাওয়া স্বর্গ্ অবশ্য যেভাবে তাকে গুঁড়িয়ে দেয়া হয়েছে সেভাবে ধ্বংস হয়নি তা।
এখানে কেবলই শেকড় উপড়ে যায় জীবনের, পরিবর্তিত হতে থাকে নাম। কিছুই চিরস্থায়ী নয়, তবুও সবকিছু পরস্পর সম্পর্কযুক্ত। ঘটনার বিস্তার সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে এবং ইতিহাসের মুক্তো কুড়িয়ে সালমান রুশদী এমনই এক জাঁকালো কাহিনীর রচনা করেছেন, যা দখল করে নেয় পাঠক-হৃদয় এবং সমস্যাসঙ্কুল সময়ের আত্না।
সূচিপাতা
* ইন্ডিয়া
* বুনাই
* ম্যাক্স
* সঙ শালিমার
* কাশ্মীরা