ফ্ল্যাপে লেখা কথা
র্যাডকিপ্ট – এর ছুরিতে অখন্ড বাংলার মানচিত্র হোটেলের টেবিলে টুকরো হয়ে যাবার পরে মহান মুক্তিযুদ্ধে ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশের জন্ম। উপন্যাসের কানাই এই মুক্তিযুদ্ধের একজন সৈনিক। কিন্তু বাস্তবহলেও সত্যি সেই কানাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মুক্তিযুদ্ধের স্বাদ পুরোপুরি পেতে পারেনি। তাঁর ভেতর না-পাওয়ার যে যন্ত্রণা সেটাই চারিত হয়েছে তাঁর ছেলের রক্তে। কানাইয়ের ছেলে এই উপন্যাসে বাবার জেহাদকে তুলে ধ’রে সম্পূর্ণ স্বাধীন হতে চেয়েছে, তাঁরে ইচ্ছেহাত দুটো প্রসারিত করে।