“মণির পাহাড় : সোভিয়েত দেশের নানা জাতির রূপকথা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বইটি খােলামাত্রই পাঠক গিয়ে পড়বে রূপকথার এক জগতে। চাষীর ছেলে ইভানের সঙ্গে লড়তে শুরু করবে নাক দিয়ে আগুন-ছােটানাে দ্বাদশমুন্ড অসুর, মটর-গড়গড়ির পেছু পেছু নেমে যাবে পাতালপুরীর রাজ্যে, পাড়ি দেবে ঈগলের পিঠে চড়ে, বুদ্ধিমতী জার্নিয়ারের কাছে ধূর্ত নিষ্ঠুর শাহকে জব্দ হতে দেখে অবাক মানবে, উদ্দীপিত হবে নির্ভীক ব্যাধ বরােলদইমের্গেনকে দেখে, জাতিকে উদ্ধার করার জন্যে যে তার আপন ছেলেটিকে ভয়ঙ্কর বিপদের মধ্যে পাঠিয়েছিল, মুগ্ধ হবে রাজার জ্ঞানীগুণী মন্ত্রীদের ছাপিয়ে সাধারণ এক তঁতীর অশেষ উপস্থিত বুদ্ধি দেখে। আশা রইল, এদের সঙ্গে, তােমাদের কাছে নতুন এই সব নায়কদের সঙ্গে পরিচয় হলে তােমরা তাদের ভালােবাসবে, তারাও তােমাদের আপন জন হয়ে।