“কৃষি বাজেট কৃষকের বাজেট” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের এক অনন্য কার্যক্রম। কৃষি বাজেট কৃষকের বাজেট। এ কার্যক্রমের ভেতর। দিয়ে দেশের কৃষিজীবী জনগােষ্ঠী কণ্ঠ ছেড়ে কথা বলার। সুযােগ পেয়েছেন। এই বাংলায় কৃষকেরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক বিদ্রোহ করেছেন, সংগ্রাম করেছেন; কিন্তু কোনােভাবেই শােষণের শৃঙ্খল থেকে বেরিয়ে। আসতে পারেন নি। একসময় তাদের থাকতে হয়েছে। বিদেশি প্রভু ও সামন্ত জমিদার শ্রেণীর ক্রীড়নক হয়ে, পরবর্তীতে স্বাধীন দেশেই তারা হয়েছে দাবার ঘুটি।
বাংলাদেশ কৃষিপ্রধান একটি দেশ, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, কিন্তু কৃষিকে আমরাই আড়াল করে রাখছি। রাষ্ট্রের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ ও জাতীয় বাজেটে কৃষি ও কৃষকের তেমন। কোনাে অবস্থান নেই। এই উপলব্ধি থেকেই ২০০৫ সালে শাইখ সিরাজ শুরু করেন কৃষি বাজেট কৃষকের বাজেট। যা প্রতি বছর জাতীয় বাজেটের আগে দেশের কৃষক ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন রচনা করে আসছে। এই কার্যক্রমটি সরকারের কাছে যেমন দারুণ গ্রহণযােগ্য। একটি তৎপরতা হিসেবে মূল্যায়িত হচ্ছে, একইভাবে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে শুরু করে নানা দেশের গবেষক ও নীতিনির্ধারকের কাছেও এটি গণ্য হচ্ছে সরেজমিন ও বাস্তবমুখী একটি গবেষণা হিসেবে।
এই গ্রন্থটি শাইখ সিরাজের ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কৃষি বাজেট কৃষকের বাজেট’ কার্যক্রমের একটি লিখিত সংস্করণ। এদেশের কৃষকের প্রাত্যহিক হিসাব-নিকাশের এমন চুলচেরা ও ব্যাপক তথ্য এর আগে এক মলাটের। ভেতর পাওয়া যায় নি। গবেষক ও নীতি বিশ্লেষকের জন্য। এটি হতে পারে সবচেয়ে সহায়ক গ্রন্থ। আর যারা এদেশের। কৃষি জীবনের সমস্যা-সম্ভাবনা ও পাওয়া না-পাওয়ার। আজকের চিত্র খুঁজছেন, এমন অকপট কথা, এমন জবাবদিহিতার দাবি আর কোথাও পাবেন মনে হয় না।