একাত্তর শহিদুল ইসলাম মিন্টু বিষয় : মুক্তিযুদ্ধ বিষয়ক ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দে উল্লসিত হওয়ার আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনায় আমাদের হৃদয়ে আরেক দফা রক্তক্ষরণ ঘটে। সেই সময়ের বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত ঘটনা। পাকিস্তানী সামরিক শাসকগোষ্ঠীর নির্দেশনা ও মদদে এক শ্রেণির দালালরা এই হত্যাযজ্ঞ সংঘটিত করে। বুদ্ধিজীবীদের অপরাদ ছিল তাঁরা তাঁদের লেখনি, সাহিত্যকর্ম, চিন্তা ও শিক্ষার মাধ্যমে বাঙালি জাতির মন ও মননে স্বাধীনতার আকৃতি জাগিয়ে তুলেছিলেন। পাকবাহিনীর দোসর আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী বুজে ফেলেছিল তাদের পরাজয় নিশ্চিত। তাই বাঙালি জাতি যেন কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে তার স্থায়ী ব্যবস্থা করতে এবং পরাজয়ের প্রতিশোধ নিতে শতাব্দির বর্বতম এই হত্যাযজ্ঞ চালানো হয়। ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে ‘ডেডলাইন একাত্তর’ শিরোনামে দৈনিক আজকের কাগজে এ লেখাগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এরপর বই আকারে প্রকাশের উদ্যোগ। বইটি প্রথম প্রকাশিত ১৯৯৫ সালের একুশে বইমেলায়, তারপর ২০০৮ সালের ডিসেম্বরে এবং ২০১২ সালে নতুন আঙ্গিকে আবার প্রকাশিত হয়। ২০১৬ সালে পুনমুদ্রিত হয়। তাই বলা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ে আমাদের পাঠকের আগ্রহ বাড়ছে, নতুন প্রজন্ম জানতে চায় সেই রক্তমাখা ঐতিহাসিক দিনগুলোর কথা, সালাম জানায় সেই বীর সেনানীদের, যাঁদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে এই সোনার বাংলা। পৃষ্ঠা : ১১২ মুদ্রণকাল : ফেব্রুয়ারি ২০১৬ মূল্য : ১৬০ আইএসবিএন : ৯৮৪-৭০২৫৪-০০৫৫-৯