অতলান্ত জীবনের বিচিত্র হীরকদ্যুতি ধারণ করে থাকে ছােটগল্প। রবীন্দ্রনাথের প্রতিভাস্পর্শে আলােকিত ছােটগল্প প্রথমাবধি সাহিত্যরসিকের কাছে সমাদৃত। অল্প পরিসরে বৃহৎকে ধরাই ছােটগল্পের বৈশিষ্ট্য। এই সময়ের পাঠক-অভিনন্দিত গল্পকার প্রচেত গুপ্ত-র ‘পঞ্চাশটি গল্প’ প্রকাশিত হল। প্রচেত-র গল্পগুলির এক-একটা স্তরে এক-এক রকম সৌন্দর্য, এক-এক রকম রহস্য। কখনও আলাে পড়ে ঝলমল করে, অন্ধকারে গা-ছমছম করে ওঠে কখনও-বা। গভীর বলেই গল্পগুলি তৈরি করে এক ধরনের ঘাের। সেই আবেশ থেকেই আসে মুগ্ধতা। প্রচেত-র ভাষা ও গল্প বলার ভঙ্গিতে এমন জাদু আছে, পাঠক নিঃশব্দে কখন যেন একাত্ম হয়ে পড়েন। জীবনের সুখ-দুঃখ, পাওয়া না-পাওয়া, সময়ের অস্থিরতা, প্রেম, ভেঙেপড়া মূল্যবােধ প্রতিফলিত হয়েছে ‘পঞ্চাশটি গল্প’-এ। প্রতিটি গল্পই ছুঁয়ে যায় অনুভূতির শিখরদেশ।