“গল্পসমগ্র ২” বইয়ের পিছনের কভারের লেখা:
বাংলা ছােটগল্পের জগতে বিস্ময়েরই অন্য নাম সুবােধ ঘােষ। বৈচিত্র্যেরও। শুধু ‘অযান্ত্রিক আর ‘ফসিল’ নয় । পরপর, একের পর এক। ‘সন্দরম’, ‘পরশুরামের কঠার’, ‘গােত্রান্তর’, ‘গরল অমিয় ভেল’ । “জতুগৃহ’, ‘বারবধূ’, ‘সুজাতা’। ‘অলীক’, ‘ঠগিনী’, ‘শ্মশানচাঁপা। আরও, আরও। প্রত্যেকটি উত্তাল সমুদ্রের নতুন ঢেউ। ঝাপটে পর ঝাপট। লেখকদের লেখক সেই সুবােধ ঘােষেরই সমূহ গল্প নিয়ে খণ্ডে-খণ্ডে এই গল্পসমগ্র’।