“নৃবিজ্ঞান ভাবনা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বিদ্যায়তনিক পরিসরে একটি স্বতন্ত্র শাখা হিসেবে নৃবিজ্ঞানের যাত্রা শুরু উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইউরােপে। তবে সমাজচিন্তকদের জ্ঞানচর্চায় নৃবৈজ্ঞানিক বিষয়সমূহ স্থান পায় আরাে বহু শত বছর আগে। এই গ্রন্থে নৃবিজ্ঞানের আনুষ্ঠানিক সূচনাকালের পথিকৃৎদের অন্যতম কয়েকজনের নৃবিজ্ঞান বিষয়ক মৌলিক চিন্তাভাবনা এবং সমাজ-সংস্কৃতির নৃবৈজ্ঞানিক গবেষণা ও বিশ্লেষণ স্থান পেয়েছে। উঠে এসেছে গবেষণায় সাফল্য অর্জনের পদ্ধতিগত দিকসমূহ নিয়ে তাদের চিন্তা-চেতনা। গ্রন্থটি সমাজ-সংস্কৃতির গবেষণা ও অধ্যয়নে নৃবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়ােগ ও গুরুত্ব অনুধাবনে যৎকিঞ্চিত কাজে আসবে।