স্বাধীনতা-পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী প্রফুল্ল রায়। শুধু উপন্যাসই নয়, ছােটগল্প নির্মাণেও তার সমান সিদ্ধি। গত প্রায় সাত দশকে ভারতীয়, বিশেষ করে বাংলার জনজীবনে যে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে, লেখক তা নিবিড়ভাবে লক্ষ করেছেন। তার অভিজ্ঞতা বিপুল, পর্যবেক্ষণ শক্তি তীক্ষ। এই দীর্ঘ সময়ে কয়েক প্রজন্ম কেন এতটা বদলে গেল, দেশভাগের পর নানা রাজনৈতিক আলােড়ন-আবর্তন এবং অর্থনৈতিক সংকটের অভিঘাতে তারা কতটা বিপর্যস্ত তার নিখুঁত চিত্র উঠে এসেছে প্রফুল্ল রায়ের গল্প-উপন্যাসে।
প্রায় দু’শােরও বেশি গল্প লিখেছেন প্রফুল্ল রায়। তার ভিতর থেকে কয়েকটিকে নিয়ে তার ‘গল্প সমগ্র’-র প্রথম। খণ্ডটি প্রকাশিত হল। এই গল্পগুলিতে সমাজের নানা স্তরের মানুষের বেঁচে থাকার অনন্ত সংগ্রাম যেমন রয়েছে, তেমনি রয়েছে তাদের কারও কারও নীচতা, হীনতা, গ্লানিবােধ বা মহত্ত। প্রফুল্ল রায়ের গল্প নিছক নিটোল কাহিনি নয়। প্রথম খণ্ডের গল্পগুলি পড়তে পড়তে পাঠক আশ্চর্য এক উপলব্ধিতে পৌছে যাবেন।