“আরও পঞ্চাশটি ভূতের গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পঞ্চাশটি ভূতের গল্পের পর আরও পঞ্চাশটি ভূতের গল্প। শুধু তাই নয়, সত্যি ভূতের গল্প। ভূত আছে কি নেই সেটা তর্কের ব্যাপার। যারা ভূতের অস্তিত্ব উপলব্ধি করেছেন তাঁদের কাছে অবশ্যই আছে, যারা করেননি তাদের কাছে ভূত আজও কল্পনার। তবে লেখক বেশ কয়েকবার অশরীরীর অস্তিত্ব অনুভব করেছেন। এই গ্রন্থে তার সেই অভিজ্ঞতার কথা তাে আছেই, তা ছাড়াও আছে প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে শােনা রােমাঞ্চকর গা-ছমছমে সব কাহিনি। তাই বহু জেলার বহু মানুষের অভিজ্ঞতার কথায় ভরে উঠেছে লেখকের সঞ্চয়ের ঝুলি। যাঁরা ভূতের গল্প পড়তে ভালবাসেন এ বই তাঁদের কাছে অপরিহার্য।