“লোগো ডিজাইন” বইটির ভূমিকাঃ
লােগাে ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ। সুতরাং গ্রাফিক্স ডিজাইনের বেসিকগুলাে লােগাে ডিজাইনের জন্যও গুরুত্ত্বপূর্ণ। বর্তমানে লােগাে ডিজাইনের অনেকগুলাে ক্ষেত্র আছে। বিশেষ করে আউটসাের্সিং এর ক্ষেত্রে লােগাে ডিজাইনের বেশ কিছু কাজ পাওয়া যায় যেগুলাে অনলাইনের কন্ট্রাক্ট নিয়ে ডিজাইন করা যেতে পারে। এই অধ্যায়ে আমরা প্রফেশনাল লােগাে ডিজাইনের জন্য ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার, গ্রাফিক্স ডিজাইনের বেসিক এবং সেই সাথে লােগাে ডিজাইনের জন্য ৭টি তাত্ত্বিক ধাপ নিয়ে আলােচনা করব।