“আফ্রিকায় সব্যসাচী” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অভিনয় নাটক চলচ্চিত্র জগতে সব্যসাচী চক্রবর্তীর নাম আজ সকলের কাছে সুপরিচিত। অভিনয় শুধু তাঁর পেশা নয় নেশাও। সেইরকম তার আর একটি নেশা অরণ্য-ভ্রমণ, আর সেই সঙ্গে অরণ্যের বাসিন্দা পশু-পাখি জীবজন্তু ও নিসর্গ দৃশ্যের আলােকচিত্র তােলা। ভারতের বিভিন্ন অরণ্যভ্রমণ ও শুটিংয়ে যখন ব্যস্ত, তখনই নাটকীয় ভাবে ঘটে যায় সব্যসাচীর আফ্রিকা ভ্রমণ। এই গ্রন্থ সেই অকল্পনীয় আফ্রিকা-ভ্রমণের বৃত্তান্ত। গ্রন্থের সব কটি আলােকচিত্রই লেখকের নিজের হাতে তােলা।