অপমান অসম্মান যাকে বিধ্বস্ত করেছে। আর তারপরেও ধ্বংসস্তূপ সরিয়ে উঠে দাঁড়িয়েছে টানটান মাথা উঁচু করে। গড়পড়তা চাকরি, বিয়ে আর শরীরের কামনায় আটকে রাখেনি নিজেকে। জীবনকে সে দেখেছে চ্যালেঞ্জ হিসাবে। যে জীবন স্বপ্নে, সাহসে ঝলসে ওঠে। সে ইরাবতী, সে এক ধারালো মেয়ে।