শখের বশে কুয়াশার জন্য গল্প লেখা শুরু করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। অনেকেই তাকে চিনেন রুম্পা ফারজানা নামে। অন্যান্য ফিকশন, ছোটদের জন্য গল্পর লিখলেও ভৌতিক গল্প লেখার কোন ইচ্ছাই আদতে কখনও হয়নি তার। বলা যায় হঠাৎ করেই এবিসি রেডিওর জন্য ভৌতিক গল্প লেখা। তারপর লিখতেই থাকে।
মশিউর রহমান শান্ত বর্তমানে এবিসি রেডিওর আরজে এবং স্ক্রিপ্ট রাইটার। তবে পাশা-পাশি একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরের রিপোর্টার এবং প্রেজেন্টার হিসেবে কর্মরত আছে। জাতীয় পত্রিকায় প্রকাশিত লেখার সংখ্যা শতাধিক। ছোটগল্প লিখেছেন ৪২টি। তার অন্যান্য বই গুলোর মধ্যে ভূত সমাজ বিলুপ্ত, গণমাধ্যমে শিশু-কিশোরেরা, মিশন বারমুডা ট্রায়াঙ্গল অন্যতম।