“বাসন্তী, তোমার পুরুষ কোথায়?” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জেলেপাড়ার মেয়ে বাসন্তী। কৃষ্ণলীলা নাটক করতে গিয়ে প্রেমে পড়েছিল মানুদার। সুন্দরী সে, কিন্তু গায়ের রং কালাে বলে কৃষ্ণের সঙ্গে রাধার চরিত্র পায়নি। পায়নি মানুদাকেও। এনজিওকর্মীরা তাদের নিয়ে নাটক করে। নাটক করতে তাকে পাঠায় সুদূর আমেরিকায়। অনেক দেখেছে সে, কিন্তু জীবন তাকে যতটা দেখিয়েছে ততটা দেয়নি। তাই সে মৌসুমী হয়ে উঠেছে। চট্টগ্রামের জেলেপাড়া, চট্টগ্রাম শহর, ঢাকা আর সুদূর আমেরিকা পর্যন্ত বিস্তৃত এ কাহিনি ঘটনার ঘনঘটায় টানটান। তার নানা প্রান্ত গুটিয়ে আনলে শেষ পর্যন্ত যে প্রশ্নটি থেকে যায় তা হলাে, বাসন্তী, তােমার পুরুষ কোথায়?