“প্রিয়বন্ধু ” বইয়ের ফ্ল্যাপের কথা:
রবি ও শশী। একই বৃন্তে দুটি ফুল যেন। দুজন দুজনকে ভীষণ ভালােবাসে। কিন্তু সে-কথা মুখ ফুটে কেউ কাউকে বলতে পারে না। মনের কথা মনেই গুমরে মরে। তবে একসময় আসল সত্যটা বেরিয়েই আসে। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এরই মধ্যে চিত্রনাট্যে চলে আসে রবির প্রিয়বন্ধু সােহাগ। সােহাগের সাথে বিয়ে ঠিক হয়ে যায় শশীর! নিজের ভালােবাসাকে কি প্রিয় বন্ধু সােহাগের হাতে তুলে দিতে পারবে রবি? নাকি সােহাগই ফিরিয়ে দেবে রবির প্রেম? এমনই এক গল্প-নাম প্রিয় বন্ধু।