“আত্মীয় স্বজনের হক”
আল্লাহ্ তাআলা পবিত্র কুরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে আত্মীয়তা সম্পর্ক স্থাপনের ব্যাপারে বিশেষভাবে গুরুত্বারােপ করেছেন এবং সম্পর্ক ছিন্নের ব্যাপারে বিশেষ ভীতি প্রদর্শন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এরশাদ হলাে, নিকটাত্মীয়দের জন্য সদকার সওয়াব দ্বিগুণ। উম্মুল মু’মিনীন হযরত মায়মূনা (রাযিঃ) একটি বাদীকে আযাদ করে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এ বাঁদীটিকে (আযাদ না করে) তােমার মামাদেরকে দান করে দিতে তাহলে তা উত্তম হতাে।
সুতরাং সদকার ব্যাপারে যদি কোন অন্যান্য ধর্মীয় প্রয়ােজন বেশী পরিমাণ গুরুত্বপূর্ণ নাও হয় তাহলে সাধারণ সদকা থেকে নিকটাত্মীয়দেরকে সদকা করা উত্তম। কিন্তু যদি কোন দ্বীনি জরুরত দেখা দেয় তখন আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কুরআন পাক ও হাদীস শরীফে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে উৎসাহ এবং সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে।
কিন্তু বইটির কলেবর বৃদ্ধির আশংকা রয়েছে তাই শুধুমাত্র উৎসাহব্যঞ্জক কয়েকটি আয়াত এবং ভীতিপ্রদ কয়েকটি আয়াত ও এতদসংক্রান্ত কয়েকটি হাদীস আলােচনা করা হবে। কেননা বইয়ের কলেবর বৃদ্ধি হলে সাধারণ ও ব্যস্ত মানুষের বইটি পড়ার ফুরসৎ হবে না।