মানুষের চিন্তাশীলতা ও সৃজনশীলতার অন্যতম প্ৰকাশ সাহিত্য। সাহিত্যে একটা দেশের সামাজিক অগ্রগতি ও সংস্কৃতি বিকাশের চিত্র দর্পণের মতো দেখা যায় । কারণ সাহিত্য মানুষের কথা বলে। আবার মানুষের আছে মন, রাজনীতি ও প্রেম। সাদাত উল্লাহ খানের গল্পে রয়েছে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনের প্রেম ও রাজনীতির নান্দনিক বয়ান। লেখকের সাবলীল বর্ণনা ও ভাষার মায়াবী ব্যবহার সহজেই পাঠক/পাঠিকার মন ও মেজাজে তীব্র অনুরাগ ও আবেগ সৃষ্টি করতে পারে। একইসাথে মানবমনের সূক্ষ্ম অনুভূতির গভীরতম স্তরে নিয়ে যায়। নবীন প্রেমের গল্প মানবমনের বিচিত্র গতিবিধি ও ভাবনা সত্যিকার কথাশিল্পীর যাদুর কাঠির ছোঁয়ায় প্রাণবন্ত হয়েছে। এসব গল্পে তারুণ্যের যেমন প্রভাব আছে তেমনি সমাজ প্রগতির ভাবনাও রয়েছে। সাদাত উল্লাহ খানের নবীন প্রেমের গল্প বাংলাদেশের সমকালীন তারুণ্যের চিন্তা, রাজনীতি ও প্রেমের মানচিত্র।