“বেনামী” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
পলাশ তার এখনকার নাম। আগে তাে তার নামই ছিলাে না, বলতে গেলে বেনামী। সে আদতে একটা বেজন্মা। তার আলাভােলা মুখ দেখে তা বােঝার উপায় নেই। আগে কেবল জন্মসূত্রেই বেজন্মা ছিল, এখন কাজে-কর্মেও বেজন্মা। সাহসের অভাব নাই একটুও। রাস্তায় গাড়ি-টাড়িতে আগুন লাগলে, সবাই যখন দৌড় দেয়, পলাশ তখন কাছে যায় বরং। কিছু দামি জিনিস পাওয়ার লােভে। পায়ও মাঝে মাঝে।
ভিতু লােকজন দৌড়ের সময় কোনাে খেয়াল করে না। হয়তাে কেউ মানিব্যাগ বার করে ভাড়া দিচ্ছিল, এর মাঝেই আগুন, তাে মানিব্যাগ-টানিব্যাগ ফেলে দে দৌড়। কেউ কেউ জুতা-স্যান্ডেল ফেলে দৌড়ায়, কেউ হাতব্যাগ রেখে যায়। এগুলাে যা যা পায় পলাশ কুড়িয়ে নেয়।