মুসলিম উম্মাহ বরাবরই কিছু মহান ব্যক্তির নিকট ঋণী। ইসলামের ইতিহাসের বাঁকে বাঁকে আমরা এসকল মনীষীর মনীষার চিহ্ন পাই। তাঁরা নিজেদের উজাড় করে দিয়েছিলেন মুসলিমদের কল্যাণে। ইতিহাসখ্যাত এসকল মনীষীর তালিকা বেশ দীর্ঘ। কাউকে আমরা চিনি,জানি, অন্ততপক্ষে নাম শুনেছি। কাউকে আবার চিনিও না,জানিও না, নামও কখনও শুনিনি। এসকল মহামনীষীদের অবদান সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করার জন্য এমন এক গ্রন্থের প্রয়োজন যা আমাদের জানাবে তাঁরা কেমন ছিলেন,কেমন ছিল তাঁদের সমকালীন পরিবেশ, কতটা ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে তাঁরা স্বমহিমায় ভাস্মর হতে পেরেছিলেন। মুসলিম উম্মাহ কেন তাঁদের কাছে ঋণী, তাঁদের জীবনের সাদামাটা ইতিহাসই কেবল নয়, সে ইতিহাসের আলোকে সেময়কার মানুষ,সমাজ ও সভ্যতা কীভাবে আলোকিত হয়েছিল,কীভাবে আজও আমরা জীবন গড়ার,ভাবনা-চিন্তার খোরাক তা থেকে পেতে পারি তাও সে গ্রন্থ আমাদের জানাতে পারবে।
উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ ও সাহিত্যিক সায়্যিদ আবুল হাসান আলী নদভী (রহ) লিখিত, ‘সংগ্রামী সাধকদের ইতিহাস’ এমনই এক চমৎকার গ্রন্থ। বাঙলায় এই গ্রন্থটি ৭ খণ্ডে অনূদিত হয়েছে। ৭টি খণ্ড একত্র করে রকমারি নিয়ে এল এই কালেকশন।