‘শেষ চিঠি’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
‘শেষ চিঠি’ আয়েশা ফয়েজের শেষ বই। আগে ‘জীবন যে রকম’ নামে তিনি একটি বই লিখেছিলেন। আমেরিকায় বসে, যেটি তাঁর লেখার পনেরো বছর পর প্রকাশিত হয়। দ্বিতীয় এই বইটি তাঁর মৃত্যুর দুই বছর পরই প্রকাশিত হলো। এটি কি আসলে একটি বই? এটি আসলে একটি চিঠি, প্রিয় পুত্রকে লেখা মায়ের হাহাকার! সেই পুত্র আর তার মা কেউ আর এখন এই ভুবনে নেই। কে জানে এই ‘শেষ চিঠি হয়তবা তাদের একটা যোগসূত্র…!