“দেখা হবে বিজয়ে ” বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ
জানুয়ারির শেষ সপ্তায় তরুণদের অনুপ্রেরণার গল্প “দেখা হবে বিজয়ে”র পাণ্ডুলিপি যখন হাতে পেলাম তখন ভীষণ কাজের চাপ । শেষ মুহূর্তে এসে লেখক কর্তৃক সৃষ্ট এই যন্ত্রণা পীড়াদায়ক হলেও প্রকাশকের জন্য এটা নতুন কিছু নয়। সংগত কারণেই বিরক্ত হলাম কিন্তু আহসান রনি ভালােলাগার জন, কাজেই ওকে এটা বুঝতে দিলাম না।
তবে দেখা হবে বিজয়ে’ বইয়ের প্রুফ দেখা আরম্ভ করার পর আমার বিরক্তিভাব উবে গিয়ে মনের ভেতর অন্যরকম একটা তােলপাড় শুরু হলাে। মনে হলাে, আমি কিসের জন্য এখানে এসব নিয়ে পড়ে আছি! আমার মেয়েটাকে বললাম কয়েকদিনের মধ্যে তােমাকে “দেখা হবে বিজয়ে” নামে একটা বই উপহার দেবাে। আমার বিশ্বাস, বইটা পড়ার পর তােমার হতাশা কেটে যাবে আর তুমি বুঝতে পারবে তােমার কি করা উচিত।
‘দেখা হবে বিজয়ে’ গ্রন্থে বর্ণিত ২২জন তরুণের জীবনের গল্প যেভাবে আমার ভেতর আলােড়ন তুলেছে, আমার বিশ্বাস তরুণদেরকে তারচেয়ে অনেক বেশি আন্দোলিত করবে, তাদের নিজ নিজ স্বপ্ন বাস্তবায়নের জন্য।