“নিশি কুহক” বইয়ের ফ্ল্যাপের লেখা:
লেখক জালাল আহমেদের প্রতিটি লেখায় মমতার বিষয় হচ্ছে মানুষ। তিনি মানুষের সুখ, দুঃখ, আশা, নিরাশা, শােষণ, বইওনার কথা বলতে চেয়েছেন প্রতিটি লেখায়। সমাজের। কিছু বাস্তব ক্ষতকে আঙ্গুল দিয়ে। দেখানাের চেষ্টা করেছেন এ বইয়ের। প্রতিটি গল্পে। আর সে ক্ষেত্রে প্রতিটি গল্পকেই করা হয়েছে নির্মেদ। সঙ্গে। সঙ্গে বাড়াবাড়ি নেই শব্দমালার। আশাকরি, গল্পগুলাে ভাল লাগবে। পাঠকের। প্রতিটি গল্পের মাধ্যমে সমাজকে তথা সমাজের মানুষকে। কোন না কোন বার্তা পৌঁছে দেয়ার। চেষ্টা করা হয়েছে।