কবিতা, তোমার সঙ্গে কথা; তো না-কথার নির্জনতা। নিস্তব্ধ আলপথে আমি হেঁটেছি তোমার সঙ্গে। কতকাল দৃষ্টি খুঁড়ে তোমায় দেখে মুগ্ধ হয়েছি। আমার ঘরের পাশে ঘর ছিল না তোমার। তবুও তোমাতে আমাতে দূরত্ব ছিল কি একটুও…? কথা হয় তোমার আমার নিবিড়, নিকটে। থেমে থেমে হাতছানি দাও বিকীর্ণ বিস্ময় থেকে। জ্বলজ্বলে চোখে তাকাও নির্বাক চোখ। অবারিত খোলা আটচালায় চুপচাপ দাঁড়িয়েই তো ছিলাম আমি। তুমি এসে আলতো করে ঠিকই ছুঁয়েছো আমায়। ছুঁয়ে দিতে চাও বিন্দু বিন্দু শ্বেত চন্দন। সুধায় বেগানা তুমি বিভোরে ভয়াল জানি, আমি কি তোমার বিফল বান্ধব? দূরবর্তী কোন অপার থেকে ছুঁতে চাও তৃষ্ণা…এই সব টুকরা-টাকরা খোলামকুচি জড়ো করে গড়লাম ‘পুরাণ পদ্য’। অথচ…অথচ আমি তো রয়েছি তোমাতে। কবিতা, আমি তুমি বান্ধব-সহোদরা।