“আমার জীবন হেলেন কেলার” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
জীবনসংগ্রামী মানবতাবাদী হেলেন কেলার দেশে দেশে নন্দিত ও বহুল-প্রচারিত নাম। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিদ্যালয়ে তাঁর সম্পর্কে পাঠগ্রহণ করে। তাকে চেনা মানে জীবনসংগ্রামে অনুপ্রাণিত হওয়া, বাধার বিরুদ্ধে লড়বার প্রেরণা লাভ। মাত্র উনিশ মাস বয়সে রােগাক্রান্ত শিশু হেলেন কেলার শ্রবণ, দৃষ্টি ও বাকশক্তি হারিয়ে ফেলেন। এরপর কীভাবে নিরন্তর লড়াই করে সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা ও। জীবনদর্শনে স্নাত পরিপূর্ণ মানুষ হয়ে উঠলেন তিনি, তার মতাে আরাে অনেকের দুর্ভাগ্যমােচনে প্রেরণা জোগালেন সে এক কাহিনি বটে। তবে হেলেন কেলারের পূর্ণাঙ্গ জীবন তারই জবানিতে জানবার সৌভাগ্য সবার হয় না। বাংলাভাষী পাঠকদের জন্য সেই সুযােগ করে দিলেন কৃতি অনুবাদক মােহাম্মদ শাহজাহান। স্বচ্ছ ও ঝরঝরে গদ্যে তিনি রূপান্তর করেছেন হেলেন কেলারের মাই লাইফ সবার জন্য স্মরণীয় হয়ে রইবে যে-গ্রন্থের পাঠ।