“রাজা সলোমনের রত্নাগার” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
‘অদ্যাবধি লেখা সবচেয়ে বিস্ময়কর গ্রন্থ’
‘কিং সলােমন’স মাইনস’ উপন্যাসে নাটকীয় কল্পনার সাথে আফ্রিকা মহাদেশের ভৌগােলিক জ্ঞানকে হেনরি রাইডার হ্যাগার্ড যেভাবে মিশিয়েছেন তার অন্য রচনায় তা দেখা যায় না।
স্যার হেনরির ছােট ভাই রাজা সলােমনের রত্নাগারের খোঁজে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। তারই খোঁজে বেরিয়ে পড়ে স্যার হেনরি, ক্যাপ্টেন গুড ও অ্যালান কোয়ার্টারমেইন। যাত্রা পথে তাদের যে সব বিচিত্র অভিজ্ঞতা হয় তা টানা উত্তেজনায় ভরা, এক সময় তারা কুকুয়ানাদের দেশে পৌছে যায়, সেখানে ঘটনাচক্রে তারা জড়িয়ে পড়ে এক গৃহযুদ্ধে, যুদ্ধ জয়ের পরেও চলতে থাকে তাদের অভিযান যা তাদের বারবার জীবনের শেষ সীমায় নিয়ে যায়।
‘কিং সলােমন’স মাইনস’ উপন্যাসটি ১৮৮৫ সালে প্রকাশিত হওয়ার সাথে সাথে পাঠক মহলে সাড়া পড়ে যায়। এই উপন্যাস রচনার পিছনে একটি ঘটনা আছে। ভাইদের মধ্যে একজন হেনরি রাইডার হ্যাগার্ডের সাথে মজা করে জানতে চেয়েছিল যে, রবার্ট লুই স্টিভেনসনের ‘ট্রেজার আইল্যান্ড’ বইটির মতাে কোনাে উপন্যাস তিনি লিখতে পারবেন কিনা।