“বিশ্বসাহিত্যের নির্বাচিত প্রবন্ধ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
এই সংকলনে প্রবন্ধগুলাে রচয়িতার সিনিয়রিটি অনুসারে মুদ্রিত হয়েছে। কয়েকটি প্রবন্ধ এই সংকলনের জন্য অনুবাদ করানাে, অর্থাৎ এখানেই প্রথম প্রকাশিত হলাে। কিছু প্রবন্ধ শাশ্বতিকী সাহিত্যপত্রিকার অনুবাদ প্রবন্ধ সংখ্যা থেকে গৃহীত। অন্যগুলাে অনুবাদকের সহযােগিতায় বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা। মৌলিক প্রবন্ধগুলাে কোনাে না কোনাে সংকলন থেকে নেওয়া। পাঠকের সুবিধা হবে ভেবে উৎস প্রতিটা প্রবন্ধের নিচে উল্লেখ করা হলাে। এই সংকলনে স্থান পাওয়া প্রবন্ধের বাইরে উল্লেখ্যযােগ্য সংখ্যক প্রাসঙ্গিক এবং মানােত্তীর্ণ প্রবন্ধ থেকে গেল। এক সংকলনে সব জড় করা সম্ভব নয় ভেবে থামতে হলাে। বস্তুত কোনাে সংকলনই সম্পূর্ণ নয়। একটি সংকলন থেকেই জন্ম নেয় আরেকটি সংকলনের প্রয়ােজনীয়তা।