হাবুল চাচা আর কথা বলতে পারছেন না। বিছানায় শুয়ে পড়লেন। আর আমাকে বললেন বসো বলছি, একটু বিশ্রাম নিয়ে নিই। হাবুল চাচা কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন। আর আমি ঘরের চারপাশে লাল-সবুজের পরিবেশটা দেখতে থাকলাম। তারপর আবার বলতে থাকেন হাবুল চাচা- যে দেশের জাতি তার পিতাকে হত্যা করতে পারে, তারা মানুষ হতে পারে না। তাদের সাথে একজন মুক্তিযোদ্ধা আপস করে থাকতে পারে না। : চাচা, দেশে তো রাজাকারদের বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকের ফাঁসিও হয়েছে। অন্যদের বিচারকাজ চলছে। আমার মুখে এ কথা শুনেই মুক্তিযোদ্ধা হাবুল চাচা চিৎকার দিয়ে বলে উঠলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’