ভ্রমণসমগ্র – ২

৳ 350.00

লেখক মিতালী হোসেন
প্রকাশক পারিজাত প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9789845072823
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৮৮
সংস্কার 1st Published, 2017
দেশ বাংলাদেশ

“ভ্রমণসমগ্র – ২” ফ্ল্যাপের লেখা কথা:
ভ্রমণকাহিনি নিয়ে যেসব পাঠকের মাঝে নেতিবাচক মনােভাব রয়েছে এই বইটি তাদের সেই মনােভাব বদলে দেবে। ভ্রমণকাহিনি যে কত সুখপাঠ্য হতে পারে, তারা তা উপলব্ধি করতে পারবেন। এটা কোনও অতি সয়ােক্তি নয়—এটা এ বইটি সম্পর্কে দৃঢ় বিশ্বাসেরই স্বীকারােক্তি মাত্র।
সাধারণত যিনি দেশ ভ্রমণ করেন, ভ্রমণজনিত যাবতীয় অভিজ্ঞতা এবং আনন্দ ব্যক্তিগতভাবে তিনিই অর্জন করেন। ওটা হয়ে যায় একান্তই তার ব্যক্তিগত সম্পত্তি। অনেকটা সিন্দুকে বন্দি হীরে-মুক্তোর মতাে অমূল্য ধন। যে ধন কাউকে ছুঁতেও দেয়া হয় না—নিতেও দেয়া হয় না। আর কেউ কেউ যখন কালেভদ্রে ভ্রমণকাহিনি লিখেনও, তবে তাতে উচ্ছ্বাস আর আমিত্বের প্রাচুর্য এতই বেশি থাকে যে, সেখান থেকে ভ্রমণকাহিনির স্বাদ খুঁজে পাওয়া সমুদ্রে ডুব দিয়ে সুচ খুঁজে বের করার মতােই এক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় পাঠকদের জন্য।
সৌভাগ্যক্রমে ‘ভ্রমণসমগ্র ২’ বইটি তেমন দোষে দোষী নয়। বরং লেখিকা বিশাল এই পথিবীর নানা প্রান্তে ভ্রমণ করেছেন তার সমগ্র পাঠকসমাজকে সাথে নিয়ে । ভ্রমণের আনন্দ আর অভিজ্ঞতাকে নিঃস্বার্থভাবে তিনি বণ্টন করেছেন সবার মাঝে। বিদেশিদের সুখ-দুঃখ, হাসি-কান্নার সাথে তুলনা করেছেন আমাদের আবেগ-অনুভূতিকে।
জাতিসংঘের কল্যাণে, পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী হিসেবে, কখনােবা সমাজ সচেতন নারী হিসেবে ভ্রমণ করেছেন পৃথিবীর বহু দেশ। কম্বােডিয়া, সে তাে খেমারুজদেরই দেশ; লেখক এখানকার সাধারণ মানুষদের দেখতে চেয়েছেন যাদের হাসি-কান্না নিয়ে রচিত হয় না আগামীকালের ইতিহাস; কিন্তু সত্যিকারের ইতিহাস রচনা করে তারাই।
মিতালী হােসেন যে দেশে গিয়েছের তীক্ষভাবে সবকিছু পর্যবেক্ষণ করেছেন। তুলে ধরেছেন সেখানকার কৃষ্টি-সৃষ্টি, জীবনমান, আচার-অনুষ্ঠান এবং সর্বোপরী তুলে ধরেছেন দেশটির নাতিদীর্ঘ ইতিহাস। যা কিছু তিনি আন্তরিকতা দিয়ে উপলব্ধি করেছেন হৃদয় দিয়ে তার বর্ণনা করেছেন। নির্মোহ দৃষ্টিতে, নির্মেদ বর্ণনায় ভ্রমণকাহিনিগুলাে লেখকের অজান্তেই হয়ে উঠেছে এক অদ্বিতীয় ভ্রমণ সংকলন। এক অনন্য সাহিত্যকর্ম।
সংকলনটি ভ্রমণপিয়াসীদেরকে একসাথে অনেক রকমের দেশ, সংস্কৃতি আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানাের স্বাদ মেটাবে।

১৯৬১ সালের ১৪ আগস্ট সিরাজগঞ্জে জন্ম। বাবা আনােয়ার হােসেন রতু, মা সৈয়দা ইসাবেলা। স্বামী খন্দকার মােজাম্মেল হক বাংলাদেশ পুলিশের এডিশনাল আই.জি.পি হিসেবে অবসর গ্রহণ করেন। পুত্র খন্দকার অমিতাভ ও কন্যা মৌটুসি খন্দকার। শৈশবের দুরন্ত সময়ে দেখেছেন রাজনৈতিক উত্তাল পটপরিবর্তন, দেখেছেন মুক্তিযুদ্ধ এবং নতুন মানচিত্র ও নতুন পতাকা। তখন থেকেই জন্ম নিয়েছে দেশের প্রতি, অকুতােভয় বীর সূর্যসন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাবােধ। স্বামীর কর্মসূত্রে ঘুরে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন। জনপথ । ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, হাঙ্গেরি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বসনিয়া, যুগােস্লাভিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, তাইওয়ার, মিসর, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), তুরস্ক, চীন, হংকং, কম্বােডিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত। খুঁটিয়ে দেখেছেন সেসব স্থানের অধিবাসীর জীবনধারা, ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি। এসব অভিজ্ঞতাসংবলিত বিভিন্ন গ্রন্থ প্রকাশের পর পাঠকের কাছে তা সমাদৃত হয়েছে, যেহেতু মিতালী হােসেন বর্ণনাভঙ্গিতে অত্যন্ত সাবলীল। প্রকাশিত গ্রন্থ ' নিউজিল্যান্ডে দশ দিন (ভ্রমণকাহিনী), খেমারুজদের দেশে। (ভ্রমণকাহিনী), দূর প্রবাসের যাত্রী (ভ্রমণকাহিনী), দিগন্তের তিন প্রান্তে (ভ্রমণকাহিনী), মরুতে পাহাড়ে সাগরে (ভ্রমণকাহিনী), একাত্তরে আমি (স্মৃতিচারণ), কালােদের সাথে শাদাদের দেশে (ভ্রমণকাহিনী), পুনাক থেকে বেইজিং+বিশ্ব নারী সম্মেলন ২০০০ (ভ্রমণকাহিনী), আমার দেখা নারী (গল্প), অদ্রি কন্যায় কয়েক দিন (ভ্রমণকাহিনী), পথে পথেই দেখা (ভ্রমণকাহিনী), ভুবনের দু’পারে (ভ্রমণকাহিনী), গল্পশেষে ঘুমের দেশে (শিশুসাহিত্য), নাবাহাে বীরের গল্প (শিশুসাহিত্য), তেপান্তরের মাঠ পেরিয়ে (ভ্রমণকাহিনী), পারুলের ঘর (গল্প), মেঘ-পাহাড়ের দেশ (ভ্রমণকাহিনী), মেঘের বাড়ি ঘােরাঘুরি (ভ্রমণকাহিনী), মায়ার খেলা (উপন্যাস), গল্পসংকলন (গল্প), আলাের দিন আলাের রাত (ভ্রমণকাহিনী), অলৌকিক আত্মীয় (উপন্যাস), মেঘের ওপর আকাশ ওড়ে (ভ্রমণকাহিনী), কাছে ও দূরে বেড়াই ঘুরে (ভ্রমণকাহিনী), যেও না একটু থাকো (কবিতা), শুধুই স্মৃতি নয় (স্মৃতিকথা), চীনের চিঠি। (ভ্রমণকাহিনী), ভেসে বেড়ানাের চার দিন (ভ্রমণকাহিনী), আলাে ও। ব্যবধান (উপন্যাস), গল্প-সংকলন (গল্প), নারী (সতীদাহ ও পর্দাপ্রথা) সম্পাদনা।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ