সুবােধ ঘােষ রচনা সমগ্র আরাে আগে প্রকাশিত হওয়া উচিত ছিল। সুবােধবাবু ১৯৮০ সালের মার্চ মাসে আমাদের ছেড়ে হঠাৎ চলে গেলেন। যাবার আগের দিনও আনন্দবাজার পত্রিকায় তিনি তার শেষ সম্পাদকীয় লেখা লিখে রেখে গেলেন:‘ওমর খৈয়াম স্মরণ’। সুবােধবাব সম্পর্কে আমি আমার বই ‘সম্পাদকের বৈঠকে’—বেশ অন্তরঙ্গ অভিজ্ঞতার কথা লিখেছি, যা শুধু লেখক সুবােধ ঘােষকে নয়, ব্যক্তি সুবােধবাবুকেও হয়তাে অনেকটা তুলে ধরতে পারে। তার মৃত্যুর পর আমি আনন্দবাজারে লিখেছিলাম ও ‘একসঙ্গে যােগ দিই, সেই যােগ।