“বাংলাদেশের ভাষা-পরিকল্পনা” বইয়ের সংক্ষিপ্ত কথা:
বাংলা ভাষার গঠন, ব্যবহারিক ক্ষেত্রে ধ্বনিমালার নবতর সমীক্ষা ও অন্যান্য দিক বাংলাদেশের ভাষাবিজ্ঞানীদের দীর্ঘদিন থেকে ভাবিয়ে তোলে। এক পর্যায়ে বেসরকারি উদ্যোগে ভাষা-পরিকল্পনা-কেন্দ্রিক একাধিক প্রবন্ধ বাংলা একাডেমি পত্রিকায় প্রকাশিত হয়। যেসব ভাষাবিজ্ঞানী প্রাথমিক পর্যায়ে ভাষা-পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন তাঁদের মদ্যে অগ্রণী ড. মুহম্মদ শহীদুল্লাহ, ড. মুহম্মদ এনামুল হক, ফেরদাউস খান, অধ্যাপক মুহম্মদ আবদুল হাই, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক শিবপ্রসন্ন লাহিড়ী। পরবর্তীকালে কিছুসংখ্যক সরকারি প্রতিষ্ঠানও বিভিন্ন সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ভাষা-পরিকল্পনার ক্ষেত্রে অগ্রসর হয়। অধিকাংশ ক্ষেত্রে আলোচনা সীমাবদ্ধ ছিল বাংলা বর্ণমালার সংস্কার ও শব্দের বানান পদ্ধতি প্রচলনে মতামত সংগ্রহে। কিন্তু এ ছাড়াও ভাষা-পরিকল্পনার যে বিস্তৃত পরিসর ছিল সেগুলো ক্রমান্বয়ে ধরা পড়তে থাকে। এই দিকটি কয়েকজন গবেষকের দৃষ্টি আকর্ষণ করার পর তাঁরা ভাষা-পরিকল্পনা সম্পর্কে গবেষণায় অগ্রসর হন। এঁদের মধ্যে অন্যতম হলেন ড. আব্দুর রহিম।