“খুন হয়ে যাচ্ছে সব সাদেক” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
পাঠক যখন মােজাফফরের গল্প পাঠে আছেন, পড়ছেন তার কোনাে গল্প, হঠাই অস্বস্তিত্বে পড়তে পারেন। গল্পটি শেষ হয়ে গেল না কেন, কিংবা কেন শেষ হলাে এখানে। পাঠক গল্পটি যখন শুরু করেছিলেন, তখনাে। হয়তাে এই একই বিস্ময় ও ঘােরে আক্রান্ত ছিলেনগল্পটি এভাবে কেন শুরু হলাে। বস্তুত, গল্প মােজাফফর হােসেন কোথায় শুরু করবেন, কোথায় শেষ, তা শুধু তিনিই জানেন। অধিকাংশ ক্ষেত্রে তা পাঠকের পক্ষে অনুমান করা কঠিন। মােজাফফর এমন একটি নির্মাণশৈলী আয়ত্ত করেছেন, আমরা দেখতে পাই, পাঠক যতই তার গল্পের সঙ্গে মিশে যেতে চান, যতই জাকিয়ে বসতে চান, মােজাফফর ততই তাদের সরিয়ে সরিয়ে। দেন।… মােজাফফর হােসেনের বড় বৈশিষ্ট্য একটি। সম্পূর্ণ আলাদা নির্মাণজগৎ তিনি আয়ত্তে আনার চেষ্টা। করে যাচ্ছেন। বাস্তব-অবাস্তব-পরাবাস্তব, যেন সত্য ও মিথ্যা কিংবা মিথ্যা না-র এক অদ্ভুত মিশ্রণে তিনি নিজেকে আলাদা করে ফেলেন।… এদিকে, গল্পের বিষয়ে কতই-না নানা বৈচিত্র্য তার। কী অনায়াস তার। পর্যবেক্ষণ, কিছু বিদ্রুপ কী সহজেই না ঝলসে ওঠে তার হাতে। আর তার গদ্যও মেদহীন, সুস্বাদু, মুচমুচে।