প্রবন্ধসমুচয় গ্রন্থে শিক্ষাবিদ অধ্যাপক শফিউল আলম-এর উনচল্লিশটি প্রবন্ধ স্থান পেয়েছে। ভাষা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে প্রবন্ধকারের দীর্ঘদিনের অবলােকন ও অভিজ্ঞতা দিয়ে যে লেখাগুলাে বিভিন্ন সময়ের ব্যবধানে লিখেছেন সবকটিতে তার মনন ও চিন্তার প্রতিভাস রয়েছে। ষাটের দশকের একজন সৃজনশীল লেখক তিনি। পরবর্তী সময়ে তিনি গল্প কবিতা থেকে ক্রমে ক্রমে গদ্যের ও গবেষণামূলক প্রবন্ধের জগতে স্থিত হয়েছেন। প্রবন্ধসমুচয় শুধু একটি প্রবন্ধ-সংকলন নয়, এতে রয়েছে অধ্যাপক শফিউল আলমের গবেষণামূলক লেখার প্রতিকৃতি ও ব্যক্তিগত অনুষঙ্গের লেখা। শফিউল আলম তার দীর্ঘ শিক্ষকতা জীবন ও শিক্ষাক্রম বিষয়ের আলােকে প্ৰকীর্ণ বিষয়গুলাের ঋদ্ধ আলােচনা করেছেন এ গ্রন্থে। প্রথাবদ্ধ প্রবন্ধের বাইরে শাকিল আলমের লেখায় রয়েছে গদ্যভাষার এক নিটোল সৌকর্য।