শত শত বছর ধরে প্রদীপের বন্দী হয়ে ছিল জাহরা। আলাদীন এসে উদ্ধার করল তাকে। জাহরা জানতে পারল এখন রাজ্যে জাদুবিদ্যা নিষিদ্ধ, জ্বিনরা মানুষের শত্রু হিসেবে গণ্য। নিজেকে বাঁচানাের জন্য রূপ বদলের প্রাচীন জাদু ব্যবহার করে ছদ্মবেশ নিল সে। নতুন মনিবের তিনটি ইচ্ছা পূরণ করতে হবে তাকে। ঠিক তখনই জ্বিনদের সম্রাটের কাছ থেকে এল মুক্তির বার্তা। প্রদীপের আজ্ঞাবহ হয়ে থাকতে হবে না জাহরাকে, যদি একটি কাজ করতে পারে সে। কিন্তু এর অর্থ হবে আলাদীনকে বিপদে ঠেলে দেয়া। আর জাহরা যে আলাদীনের প্রেমে পড়ে গেছে! কঠিন সিদ্ধান্ত এসে দাঁড়িয়েছে তার সামনে হৃদয়ের টানকে অগ্রাহ্য করতে হবে, না হলে মিলবে না স্বাধীনতা। কি করবে সে এখন?