“রচনা সমগ্র” বইগুলোর ফ্ল্যাপের কথাঃ তিনি এক সব্যসাচী অভিনিবিষ্ট সাহিত্য-সাধক। আরাধনার মতো করে তিনি করে যাচ্ছেন । সাহিত্যের সেবা, বিভিন্ন মাধ্যমে। তিনি যদি জীবনে আর কিছু না করে রেখে যেতেন কেবল । তাঁর কবিতার বই, তাহলে এই বাংলাদেশ তাকে গণ্য করত রোমান্টিক, কালসচেতন, দেশপ্রেমিক এবং আধুনিক একজন কবি হিসেবে। তিনি যদি কেবল ছোটগল্পের কটি বই লিখে রাখতেন, আর কোনো কিছু না করে, তাহলে পঞ্চাশ-উত্তর কালের আধুনিক ও প্রথাবিরোধী ছোটগল্পকারদের একজন হিসেবে তার আসনটা থাকত পাকা। প্রবন্ধের বইয়ের লেখক হিসেবে একজন ভাবুক, প্রাজ্ঞ, বিশ্লেষণপূর্ণ ও নতুন পথ-সন্ধানী প্রাবন্ধিক হিসেবেই তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ত। এমনকি তার লেখা মৌলিক বা অনদিত নাটকের জন্যেও তিনি স্মরণীয় হয়ে থাকতেন দীর্ঘদিন। কিন্তু তিনি কোনো একটি মাধ্যমে নিজেকে সীমাবদ্ধ রাখলেন। শুধু তাই নয়, সামাজিক নানা ক্ষেত্রে শ্রমদান ও সাফল্য-অর্জন তাঁর সাহিত্যিক পরিচয়কে আড়াল করে রাখল । তবুও, নাছোড় প্রেমিকের মতো এখনো তিনি সমান সক্রিয় প্রতিবছর লিখে।
প্রচ্ছদ :: মাসুম রহমান