“কান্নার আওয়াজ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
প্রতিদিন কত আওয়াজ শুনি আমরা। জীবনজুড়ে যেন আওয়াজ শােনা আর শােনাবার প্রতিযােগিতা। চায়ের কাপে চামচের টুংটাং, টিনের চালে বৃষ্টির রিমিঝিমি, গাড়ির কর্কশ হর্ন কিংবা কাকের বাজখাই কাকা! নানারূপ আওয়াজের এ এক দারুণ হেঁয়ালি। কিন্তু সেদিন আমি শুনলাম এক অন্য আওয়াজ, কান্না! ডাস্টবিনে পড়ে থাকা একদিনের এক ফুটফুটে মেয়ের কান্না!! হ্যা, আমি শুনেছি সাত বছরের আরেক শিশুর আবদার ‘একটা আইচকিরিম কিনে দিবেন?’ শুনেছি কাঁচাবাজারে পড়ে থাকা পাগলির আহাজারি! শুনেছি ভাই, গাবতলী কোন দিকে? পকেট গড়ের মাঠ; হেটে যাওয়া শ্রমিকের প্রশ্ন। ঈদের দিনে নিরাপত্তাকর্মীকে শুকনাে রুটি খেতে দেখেছেন? আমি দেখেছি। অর্থকষ্টে ওষুধ না খেয়ে মরতে দেখেছেন? আমি দেখেছি। ধানক্ষেতে পড়ে ‘ থাকতে দেখেছি নগ্ন কিশােরীকে! আপনি দেখেছেন? প্রিয় মানুষের অবহেলায় কাউকে আত্মহত্যা করতে দেখেছেন? আমি দেখেছি। আপনারাও যদি সেসব শুনতে আর দেখতে চান। তাহলে পাতা ওল্টাতে থাকুন।