বাংলা ভাষায় অনেক সমৃদ্ধ চিন্তা আছে। উনিশ ও বিশ শতকেও প্রকাশিত হয়েছে অত্যন্ত সমৃদ্ধ ও কল্যাণকর চিন্তা, এখনো যার ধারা বহমান। মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, ইতিহাস, দর্শনসহ বিভিন্ন জ্ঞানশাখায় মানুষের স্বরূপ বহু- বিচিত্রভাবে ব্যাখ্যাত হয়েছে। এই গ্রন্থে সঙ্কলিত হয়েছে মানুষ, মনুষ্যত্ব ও মানবীয় সম্পর্ক বিষয়ে বাংলা ভাষায় গত দুশো বছরের মধ্যে লিখিত শ্রেষ্ঠ রচনাসমূহ। গোটা মানবজাতি আজ গভীর সঙ্কটে পড়েছে- সংস্কৃতি ও সভ্যতার সঙ্কট, ব্যক্তি থেকে আরম্ভ করে বিশ্বব্যবস্থা পর্যন্ত- সবকিছুরই পুনর্গঠন দরকার। এই উপলব্ধি নিয়ে পরিকল্পনা করা হয়েছে বর্তমান বইটির।