চোর ও সারমেয় সমাচার (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)

৳ 100.00

লেখক নাগিব মাহফুজ
প্রকাশক বুক ক্লাব
আইএসবিএন
(ISBN)
9789848210156
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১২৮
সংস্কার 1st Published, 2003
দেশ বাংলাদেশ

“চোর ও সারমেয় সমাচার (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
‘আল-লিস ওয়া আল-কিলার’ The Thief and The Dogs। বাংলা করলে হয় ‘চোর ও সারমেয় সমাচার।’ গুটিকয়েক ব্যক্তির অন্তর্লীন ব্যথা-বেদনা, আনন্দ-সুখ চিত্রিত হয়েছে এ উপন্যাসে। বাইরের বৃহত্তর সমাজ বা প্রকৃতি এ উপন্যাসে মুখ্য ভূমিকা নেয়নি। সে স্থান দখল করেছে মুখ্য চরিত্র সায়ীদ। সামাজিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে উৎসর্গীকত-প্রাণ সায়ীদ বন্ধু রউফের আদর্শে দীক্ষিত হয়ে যে পথ বেছে নেয় তা ছিল ভুল। তার প্রেম করে বিয়ে-করা স্ত্রী নবাইয়া গােপন সম্পর্ক গড়ে তােলে সায়ীদেরই আশ্রিত ইলীষের সাথে। ওরা ষড়যন্ত্র করে সায়ীদকে পুলিশে ধরিয়ে দিলে তার চার বছরের জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে তার রেখে যাওয়া দু-বছরের মেয়ে সানা’র সাথে দেখা করতে যায়। ইতিমধ্যে তার স্ত্রী ইলীষকে বিয়ে করে ফেলেছে। কন্যা সানাও চিনতে না পেরে তাকে অস্বীকার করে। চরম তিক্ততা নিয়ে প্রতিশােধ নেয়ার মানসে সে দু দু-টো ভুল মানুষকে হত্যা করে ফেরারি হয়ে যায়। ফেরারি জীবনে তাকে অনেক ভালবাসত এমন মেয়ে নূরের সাথে সে আত্মগােপন করে থাকে। তারপর একসময় পুলিশের হাতে ধরা পড়ে। কাহিনীতে তেমন নতুনত্ব হয়ত নেই, কিন্তু এর গতি অতিদ্রুত, আকর্ষণীয় তার গড়ন।

(আরবি: نجيب محفوظ‎‎) (জন্ম: ডিসেম্বর ১১, ১৯১১ - মৃত্যু: আগস্ট ৩০, ২০০৬) নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। নাগিব মাহফুজ মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে তিনি মিশরীয় বিপ্লবে ১৯১৯ অংশ গ্রহণ করেন। তার মাধ্যমিক পরীক্ষার পরে, তিনি দর্শন বিভাগে ১৯৩০ সালে ভর্তি হন মিশরীয় বিশ্ববিদ্যালয় (বর্তমানে কায়রো বিশ্ববিদ্যালয়)। ১৯৩৪সালে স্নাতক ডিগ্রি অর্জন জরেন। এর পর ১৯৩৬ সালে দর্শনের গবেষণা কাজে একটি বছর অতিবাহিত করেন। পরে তিনি গবেষনা পরিত্যাগ করেন এবং একটি পেশাদার লেখক হয়ে যান। মাহফুজ তারপর আল-রিসালায়ের জন্য একজন সাংবাদিক হিসেবে কাজ করেন, এবং এল-হিলাল এবং আল-আহরাম ছোটোগল্প লিখতে অবদান রাখেন। নাগিব মাহফুজ ১৭ বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন। ১৯৩৯ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। জীবদ্দশায় ৩০টি উপন্যাস লিখেলও ১৯৫৫ থেকে ১৯৫৭ সালের মধ্যে প্রকাশিত কায়েরা ট্রিলজি তাঁকে আরব সাহিত্যের এক অনন্য উচ্চতায় তুলে ধরেন। এতে তিনি ইংরেজ শাসন থেকেমুক্ত হওয়ার সময়কালে মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা ফুটিয়ে তোলেন । এ উপন্যাসের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নাগিব মাহফুজের উপন্যাসের প্রায় অর্ধেকেরও বেশীর চলচ্চিত্রায়ন হয়েছে। উপন্যাসের পাশাপাশি তিনি ১০০ টিরও বেশি ছোটগল্প রচনা করেছেন। এগুলির বেশীর ভাগই পরে ইংরেজিতে অনুদিত হয়েছে।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ