একাত্তরকে নিয়ে এযাবত যাঁরা লিখেছেন তাঁদের অধিকাংশই যুদ্ধের কুশীলব, নয়তো মসিজীবী। কিন্তু এই বইয়ের লেখক এসবের কোনটাই নন । তিনি এমন একজন ব্যক্তি, যিনি সকল অর্থেই একজন সাধারণ মানুষ, কিন্তু প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী।
বাংলাদেশে এঁদের মত মানুষ মঞ্চে ওঠেন না কিন্তু মিটিংয়ে-মিছিলে থাকেন, একশ’ চুয়াল্লিশ ধারা-কারফিউ ভাঙেন। বেঁচে থাকা এঁদের নিয়তি, মৃত্যু এসে এঁদের মহীয়ান করলেও করতে পারত। এঁরা ধ্বংস ও সৃষ্টির কারিগর, উপাদান তো বটেই। সবার মত এঁরাও একাত্তরের উত্তাপে তপ্ত হয়েছেন, বিজয়ে হয়েছেন উদ্বেলিত, মুক্তিতে পেয়েছেন অনির্বচনীয় আনন্দ ।
একাত্তরে তাঁদের কেমন কেটেছিল, একাত্তরে তাঁরা কি করেছিলেন, এদেশে একাত্তর সৃষ্টি হবার পেছনেই বা তাঁদের কি ভূমিকা ছিল— এসব বিষয় তাই ইতিহাসের আবশ্যকীয় উপাদান ৷