ফ্ল্যাপে লিখা কথা
কৃষ্ণচূড়া যেদিন আর
রাঙাবেনা তোমার মন
সেদিন দেব তোমায় আমি
ভালোবাসার নিমন্ত্রণ।।
দু:খ মেঘে মলিন হবে
যেদিন তোমার মন
শ্রাবণ হয়ে শ্রান্তি দেব
তোমায় সারাক্ষণ।।
মনের আকাশে পাবোনা যেদিন
রঙিন কোনো স্বপন
হৃদয় দু’য়ারে কান পেতে শুনো
ভালোবাসা চিরন্তণ।
সূচিপত্র
*ভালোবাসার নিমন্ত্রণ
*অচিন রাগ
*উৎসর্গ
*হারিয়ে যাওয়া কানের দুল
*নরক নন্দিনী
*মায়াবিনী