“ইসলামি বাংলা সাহিত্য” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অধুনা বিস্মৃতপ্রায় যে সাহিত্যধারা একদা বাঙালি জনগণের একটা বড় অংশের রসপিপাসা নিবৃত্ত করেছিল, তারই একটি আনুপূর্ব পরিপূর্ণ পরিচয় এই বইতে তুলে ধরেছেন প্রয়াত মনীষী-গবেষক সুকুমার সেন। তাঁর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রথম খণ্ডে ইসলামি বাংলা সাহিত্যের কথা আদ্যন্ত বলা সম্ভবপর হয়নি বলে খেদ ছিল তাঁর। সেই আক্ষেপ থেকেই পরবর্তীকালে তিনি লেখেন এই বই। বিশেষজ্ঞ পাঠকের কাছে এই বইটি, সেদিক থেকে, বাংলা সাহিত্যের ইতিহাসেরই মূল্যবান ও পরিপূরক। একটি খণ্ড রূপে বিবেচিত হবে। এয়ােদশ-চতুর্দশ শতাব্দী থেকে শুরু করে এই বইতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ইসলামি বাংলা সাহিত্যের নানা পর্বের ধারাবাহিক নিদর্শনের সঙ্গে। দৌলত কাজী, আলাওল, বিবিধ রােমান্টিক কাহিনী, পীর-মাহাত্ম্য গাথা, লয়লা-মজনুর প্রণয়কাহিনী, পূর্ববঙ্গের গ্রাম্যগাথা, সারি-জারি-নাট্যগীত—এমন সমূহ রচনার পরিচয় এই গ্রন্থে। দীর্ঘকাল অমুদ্রিত এই গ্রন্থটি আনন্দ-সংস্করণে নতুন করে প্রকাশিত হল।