“মেধা মনন বোধ বুদ্ধি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মেধা বুদ্ধি মনন সৃজন—মানবমস্তিষ্কের বিশেষ এই ক্ষমতাগুলির রহস্য উন্মােচনে অবিরাম অন্বেষণে নেমেছে কগনিটিভ নিউরােসায়েন্স বা স্নায়ুবােধিবিজ্ঞান। এ বিষয়ে গত দেড় দশকের গবেষণালব্ধ অভিজ্ঞতার সারাৎসার এই বই। বুদ্ধি কেবলমাত্র জন্মগত নয়, অনেকাংশে পরিবেশনির্ভর। প্রচলিত ধারণা থেকে বুদ্ধিকে সরিয়ে এনে বিজ্ঞান-দর্শন-সাহিত্য-নৃতত্ত্বসমাজ-শিক্ষা-সৃজনশীলতার মেধাবী সংশ্লেষে। বুদ্ধির পুনর্নির্মাণ ঘটাতে চেয়েছেন লেখক। সাবেকি ধারণার বুদ্ধি এবং আই কিউ-এর পাশাপাশি আধুনিকতম মনােসামাজিক বুদ্ধি বা আবেগ বুদ্ধি আর এর সূচক ই কিউ-এর সবিস্তার সুলুকসন্ধান রয়েছে এখানে। কোন পরিবেশ, কেমন শিক্ষাপদ্ধতি, কীভাবে, কতটা সাহায্য করে বুদ্ধির গড়ে ওঠায়, সে বিষয়েই শুধু নয়, রয়েছে বুদ্ধিবৃত্তির বিকাশে সাংস্কৃতিক পরিমণ্ডলের ভূমিকার গভীর বিশ্লেষণ। সৃজনের বিজ্ঞান নিয়ে দীর্ঘ, মনােগ্রাহী বিশ্লেষণের পাশাপাশি বুদ্ধির নতুনতর নির্মাণের উত্তর-আধুনিক ভাবনা নিয়েও আলােচনা করেছেন লেখক। সব মিলিয়ে এই বই বুদ্ধিচর্চার অপরিহার্য সঙ্গী।